করোনা থেকে বাচতে হলে বদলাতে হবে খাদ্যাভ্যাস

করোনা থেকে বাচতে হলে বদলাতে হবে খাদ্যাভ্যাস: করোনাভাইরাসের সংক্রমণে নাজেহাল পুরো পৃথিবী । প্রতিদিন যেমন বাড়ছে     আক্রান্তের সংখ্যা, তেমনি বেড়েই চলেছে  মৃতের সংখ্যাও। সুস্থ থাকলে হলে বাড়াতে হবে রোগ প্রতিরোধক্ষমতা । ঝেড়ে ফেলতে হবে খাবারের তালিকা থেকে ক্ষতিকর খাবার, পরিবর্তন করতে হবে প্রচলিত খাদ্যাভ্যাসের।কঠিন এই সময়ে সংক্রমণ থেকে বাঁচতে ঘরে থাকা ও সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি।

করোনা থেকে বাচতে হলে বদলাতে হবে খাদ্যাভ্যাস

হোম কোয়ারেন্টিনে থাকাকালে কোন কোন ধরনের খাবার বাড়িতে রাখবেন, কী হবে এ সময়ে ডায়েট চার্ট।ঘরেই চালিয়ে যেতে পারেন নিয়মিত শরীরচর্চা ।এর ফলে শারীরিক ও মানসিকভাবে ফিট থাকা যায় । আর এই পরিস্থিতিতে সব থেকে জরুরী হচ্ছে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা ।

করোনা থেকে বাচতে হলে বদলাতে হবে খাদ্যাভ্যাস

বাড়িতেই বানানো বিভিন্ন রকম স্যুপ খেতে পারেন নিয়মিত, যা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এ ছাড়া  ডিম আর দুধ খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। কারণ ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা আপনার শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করবে।

করোনা থেকে বাচতে হলে বদলাতে হবে খাদ্যাভ্যাস

এই সময় স্বাস্থ্য ভালো রাখতে ফল ও সবুজ শাকসবজি বেশি করে খাওয়ার চেষ্টা করুন। এর ফলে ভালো থাকবে আপনার শরীর, ওজনও থাকবে নিয়ন্ত্রণে। যা আপনার শরীর ঠাণ্ডা রাখবে। এ ছাড়া ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay in Touch

To follow the best weight loss journeys, success stories and inspirational interviews with the industry's top coaches and specialists. Start changing your life today!

spot_img

Related Articles